গোধূলি দ্বিপ্রহরের মত চালিত
তুষার মেঘের ওপরে নীচে,
প্রবাহিত আমি এক স্বপ্ন;
হাল্কা ধীর বাতাসে মুক্তোর মত
ঘন নীল আকাশে
অশ্লীল রৌদ্র তেজে
সীমানা আর আমি...
নরম চুম্বন ছায়ার দ্বারপ্রান্তে চিত্রিত!
উৎসাহী দৃষ্টিরা পারে না তার সংজ্ঞা দিতে,  
তাই এই মিশ্রণ নিখুঁত।


বাঁকাচোরা গাছগাছালির ছায়া দিয়ে
বাদামি সোনার টিলার প্রতিবিম্ব
শুভেচ্ছা জানায় বেলাশেষে...  
পৃথিবী ও স্বর্গের মাঝে
দ্বিগুণ দূরত্বে ছায়া ঢলে আসে,
তারও নীচে আরও ঘন হয় ছায়া;
আঁধার ঘনিয়ে আসে।
তবে ওসব ছায়া তৈরি হয়
পথহীন পৃথিবীর পথে...  
দাবি যার হলুদ-স্বর্ণ স্বপ্নের ব্যপ্ত জৌলুসে!