১)
শ. ম. শহীদ জানেনই না যে তিনি হলেন একখানি মিথ!
যেমন খুশি ছন্দে কথা লিখতে পারার পক্ব সে ভিত।
হাসির রঙেই দুঃখগুলো
জাপটে ধর, লাগবে ভালো ...
শিশুর মতন বলেই তিনি কাম্য করেন সবারই হিত।


২)
মজার ছড়া লিখতে গেলে ওস্তাদ সে একজনাই,  
ভিড়ের মাঝে অবাক টানে তারই পানে মুখ ঘোড়াই।
সহজ কথা হাসির ছলে
একনাগাড়ে আপনি বলে...  
পয়সা হলে ইচ্ছে আছে সোনায় তাঁর হাত মোড়াই!


৩)
নদের নিমাই কাঁদিয়ে গেলে গোপাল এসেই ফের হাসায়,
নদের বাইরে হাসতে গেলে বুক বাঁধো সব এই আশায়...
যেতেই হবে পেড়িয়ে ঘাট
গঞ্জ ছেড়ে লালমনি'হাট,
দামলা গ্রামের গামলা ভরা রসিক রাজের দোরগোঁড়ায়।