একদিন দেখেছিলাম ওদের,
খাদের ধারে দুহাত এলিয়ে ঝাঁপ দিতে অনায়াসে...  
গিয়েছিলো ভেসে, কিম্বা পড়ে;
কেউ নেয়নি খোঁজ।
শুধু গিয়েছিলো কিছু, আনতে কিছু, সে আনন্দে
হয়েছিলো বড় ভোজ।


মদের গেলাস, মাংস, কাবাব আর সন্ধ্যে নীল রঙা,
লিখে দিয়েছিলো লজ্জা হিজাব
আগামীর ঠিকানায়...
এমন ভাবেই হারাবে কেউ, নতুন খোঁজের ভোরে
ভুবনের খোঁজে ভুবন ডাঙ্গায়;
আসমানি রঙ মাখতে সুনীলে, পাখি হয়ে মেলে ডানা।