সূর্য যেন গো তুমি মনমাঝেতে,  
তাপে ঝলসিয়ে যাই আমি এই ধরাতে।
শতদল তুমি আজ হৃদয় গানে,  
বলি মুখ তুলে চাও প্রভু আমার পানে।  


যা কিছু আজ্ঞা নিই মাথা পেতে,  
আরও বেশী কিছু করি তব ভরসা পেতে,  
জেনো মোর ঘরে তিন পেট আঁধার কোণে...  
গুরুদেব দয়া করো দীনজনে।


চোখে লাল, মুখে ঝাল, তোমারই তরে...  
আমদানি রফতানি সব তোমারই বরে,  
রেখো প্রভু চিরতরে মোরে তোমারই সনে,  
মহিমা তব গাইব মুক্ত মনে।


যদি ভুল করে কখনও যাও গো ছেড়ে,  
আমি বসব তোমার ঘাড়ে ঘেটি গেঁড়ে।  
থাকতে যদি চাও তোমারই "মানে",  
বলি মুখ তুলে চাও প্রভু আমার পানে।


জেনো এতেই ভালো হবে সবার তরে,  
মখমলে হেঁটো প্রভু তুমি তোমার ঘরে।
বাহবা কুড়িও তুমি জনে জনে...  
মহিমা তব গাইব মুক্ত মনে।  


মখমল না হোক নগদ মালে,  
খুশি রেখো আমাকে সকল হালে।
এইভাবে খুশি হব দুজনে মনে...  
গুরুদেব দয়া করো দীনজনে।