উন্নতির প্রগাঢ় গতির টানে,
আশা পেড়িয়ে হতাশার যুগে
পা রেখেছে মানুষ আজকে,
তার চাহিদাকে ভুল বুঝে ...


একচিলতে আলোর কামারশালায়
জোরকদমে তৈরি আশাগুলো,
আকাঙ্ক্ষার হাতুড়ির ঘায়ে
হল চকচকে ও ধারালো।


হাজারে হাজারে
বরাত যেমন দেওয়া,
তেমনি জোগানের জন্য
সুসজ্জিত পণ্য হয়ে এলো বাজারে...
রঙিন মোড়কে নির্ধারিত মূল্যে
সব শোভা পেতে থাকলো
মহার্ঘ দেওয়ালে ঝুলন্ত,
আলোর রোশনাইয়ে।


ক্রেতা আসে, দেখে,
হাত বোলায় পরম স্নেহে,
যেন এখুনি মনের স্বর্ণহারে
গেঁথে নিয়ে যাবে লকেটের মত করে...
কিন্তু হায় কি যে দুর্মতি তাদের
সব দেখে নাক সিঁটকেই বলে
"ঠিক উঁচু জাতের নয় তো"
বিফলতা আড়ালে রেখে।  


এমনি করেই বহুবার
ঠিক দাম না পেতে পেতে,
ভালো মানের আশাগুলো তাই
মরে গেলো সব, আলোর ছায়ার পারে।


এরপরও যদি মানুষ আশা খোঁজে,  
কি বিশ্বাসে বরাত নেবে কারিগরে...  
যদি পড়েই থাকে বিকিকিনির হাটে
তবে কামারশালায় "হাঁপর কি খাবে"?