তুমি জানো সেখানেই রয়েছে তোমার জন্যে ক্রুশের একটি শয্যা, কঠোর, ক্রুর...
আর সে মুকুটখানি, খুঁজছে না যা কেউ ঢেউয়ের তরঙ্গে তারই পূর্বাভাস।
ঢেউগুলো যদিও নিরলস ষড়যন্ত্রে সেখানে কৌতূহলের আগুন রাখছে জ্বেলে,
তবুও বিভ্রান্ত স্রোতে তুমি বইতে চাও, না জানি সে এক কিসের আকাঙ্ক্ষাতে!


এখানে সাগর শান্ত, ফিরোজা নীল, তীর হারা রহস্যের শ্রুত গভীর জলে
নিজেকে খুঁজে নিতে এসেছিলে আজ অস্থির এক ইচ্ছের পিছু ধাওয়া করে;
যেখানে পাখিদের উড়ন্ত নরম বুক বিস্তীর্ণ সাগরের চিরস্থায়ী ছন্দে
অনন্ত সাগরজল ছুঁয়ে টেনে নিয়ে যাচ্ছে তোমাকে, তাদের কান্নায় ভেজাতে।


দিনের জীবন রাত্রে যাওয়ার আগে ডানা ছড়িয়ে তুমি সমুদ্রে পারো মিশতে,
নিরাপদে ফেলে আসা বালুচর তখন শুধুই পিছিয়ে যায় তরঙ্গদৈর্ঘ্যে...  
হয়তো তখন ক্রুশধারি রাজা সেজেই সাগরের চিরস্থায়ী প্রাণবন্ত মরণ আলোর আমন্ত্রণে
সম্ভাবনাগুলো তুলে ধরতে হবে তোমায়, হাতের তালুতে... জল সাঁতরানো সূর্যাস্তের পথে!