চাই না ভাবো তুমি আমার কথা
জানলার ফাঁক দিয়ে মেঘ ছুঁয়ে
কালবৈশাখী নিয়ে চোখের পাতায়
অভিমানে বসে থেকে বৃষ্টি গুনে
একটুকরো এক মেঘের মিনার
তার আকাশপাতাল সব ইচ্ছে
উদাসী হওয়ার গানে চোখের ভাষায়
তোমার দৃষ্টি ছুঁয়ে সব ভিজছে
অন্য সোহাগে এ চেনা শহর
অচেনা জোয়ারে বইছে
থমকে দাঁড়ানো মেঘের মিনারে
সব অবুঝ সবুজ ইচ্ছে
শত শত রাত জেগে হারিয়ে গিয়েছি আমি
অনিয়মে হারানোর পথ খুঁজে
রূপকথা ঝিমঝিমে নিশুতি আঁধারে আজ
হয়নি দেখা কারও চোখ খুঁজে
ঝোড়ো হওয়া বয়ে যায় আমার এ জানলায়
নিবিড় বিশ্বাসে কিছু মেঘ ডাকে
বাড়ি ফেরা মাঝরাতে মেঘের মিনার থেকে
ভাঙা ভাঙা শব্দেরা হাঁক পারে
এ চেনা শহর অন্য সোহাগে
মুখ দেখে অবুঝ পেন্সিলে
তারা সব গান হয়ে ঝরে পড়ে বৃষ্টিতে
তোমারই জানলার গ্রিল চুঁইয়ে
তাই চাই না ভাবো তুমি আমার কথা
জানলার ফাঁক দিয়ে মেঘ ছুঁয়ে
আর অভিমানে বসে থাকো
চোখের পাতা ঘিরে
সোঁদামাটি বৃষ্টি ঝড় গুনে