প্রতিরাতে দেখি আলো ঝলকায়,
হাওয়া ওঠে, ঝড় বয়ে যায় জোড়ে,  
বিবেকের মত কারা কথা কয়,
করে নির্ণয়; রঙিন সে এক ঘোরে।


করতালি বাজে আঁধারের মাঝে,  
মায়ালোক থেকে সুর বেজে ওঠে,  
ভেসে ওঠে মুখ আলোসাজ মাঝে,  
ভগবান দেখি হেসে বেঁচে ওঠে।


সুধীভক্তরা পায়ের তলায়
অঞ্জলি ঢালে অন্তরফুলে,  
বিস্ময়চোখে দেব পানে চায়...
ডেকে যায় তারে মনদ্বার খুলে।


ইন্দ্রসভার ইন্দ্র তিনি,
সৃষ্টি কল্পে ব্রহ্মা সম,
শিল্পলোকের পার্থ তিনি...
সে বিকল্পহীনে নমঃ।

নানা জলরঙে, নানা পরিধানে  
নৃত্যছন্দ সুরে নিরন্তর...  
ফিরে আসে যে নানা গুণমানে,  
সে নামই উদয়শঙ্কর।