তুমি বা আমি আসলে কি?
আমরা আসলে একটা কারুকার্য করা ঝাঁজরি।
আমাদের ভিতর দিয়ে একটা মাত্র আলো বের হয় শুধু,
ছড়িয়ে যায় চারিধারে পাপ, পুণ্য, সুখ, দুঃখের নানান সব ছবি।


ভালো করে বোঝো, দেখবে
তুমি বা আমি একটা পর্দা মাত্র...
স্বর্গ ও মর্ত্যের মাঝে নিয়ত চলেছি দুলে;
পর্দাটা সরিয়ে নাও, তাহলে দেখতে পাবে সবাই
সকল ধর্ম আর গোষ্ঠী এক জায়গায়, একটাই মাত্র বিষয়।


কোনদিন এই পর্দাটা উঠে গেলে,
বা দমকা হাওয়ায় উড়ে গেলে, প্রশ্ন করো,
যখন তুমি বা আমি কেউই থাকবো না আর...
মসজিদ কাকে বলে?
মন্দির কাকে বলে?
গির্জা কাকে বলে?


দেখবে সব খানেতেই আলো জ্বলে;
আর সেই আলো চারিদিকে ছড়িয়ে দেয় উত্তরে
ঝাঁজরির ভেতর থেকে পাপ, পুণ্য, সুখ, দুঃখের সব ছবি।