তোমার মত করে আমি শিখতে চাই
ভালোবাসতে চাই তোমার মতন;
কাছে টেনে ঝেরে ফেলতে চাই
পোকা ঝারার মত ।


আমি ঠিক তোমার মতই হতে চাই
ভালোবাসার গান শুনিয়ে,
সমুদ্রের জলে চুবিয়ে মারতে চাই;
এবার তোমার মত হব;
যে ভাবে মনটাকে বদল কর পোশাকের মত ।


শরৎ বাবুর দেবা হব না,
পারু পারু করে নেশায় মত্ত হয়ে
চন্দ্র'র কাছে দুঃখ কইব না;
তোমার মতই হব
ভালোবাসার কবরের উপর সুখে সংসার করব ।


তোমার মত হওয়াটাই তো আর হল না !
এখন-ও তোমাকে ভেবে, ভেবে
নীল রঙ বর্ডারের সাদা ওয়ালটাতে দাঁড়িয়ে থাকি
তোমাকে খুঁজি, এখন-ও সে দিনের মত ।