১৬ই ডিসেম্বর
বিজয়ের গৌরবের দিন,  
লাখো শহীদের আত্মত্যাগ
সন্তানহারা মায়ের আর্তনাদ
পিতৃ- মাতৃহারা সন্তানের চিৎকার
কে শুধিবে তাদের ঋণ।
আজ উচ্ছ্বাস আনন্দ কোলাহল;
আজ রেডিও টেলিভিশন
এবং বিভিন্ন প্রাঙ্গন ও হলে,
সভা-সমাবেশ রেলী  
চলে দেশের সর্বস্থলে।
কে দিয়েছিল বিজয়ের ডাক?
কারা করেছে আত্মদান?
কারা এনেছিল বিজয় ছিনিয়ে?
কারা হারিয়েছিল সম্মান?
তার মর্ম কথা ভুলি,
আজি মাইকে বাজে দেশের গান  
বিজয়ের পতাকা তুলি।
শাশ্বত বাংলার ষোল কোটি জনগণ
আয়নারে ভাই আত্মকন্ঠে  বিজয়ের গান ধরি,
১৬ই ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে মোরা
তাদের স্মরণ করি।


তারিখঃ- ১৫/১২/২৯১৯ খ্রিঃ।
কুড়িগ্রাম।