প্রেম এসেছিল সেতো সরোবরে
ধরে রাখতে পারিনি তারে হৃদয়ের ঘরে।
প্রকৃতি বৈরী আচরণ আমায়
দিয়েছে যে পর করে।
দুজনে মোরা ঘর বাধিবো
স্বপ্ন আঁকা কত আশা,
অকালমৃত্যু ভাঙ্গিল স্বপ্ন
বাধিতে দিল না বাসা।
হৃদয় খানি সঁপেছিুনু যারে
সে কোন বাগানের ফুল,
গড়িয়ে বিকাল সন্ধ্যা কেন জীবনে
জানিনা কি ছিল ভুল।
চান্দের গাড়ির দুর্ঘটনায় - অকালে যে
জীবন গিয়েছে তার,
ত্রিভুবনে আজ নিশ্ব আমি
কিবা রহিয়াছে আর।
প্রেমের পরাজয়! মানিনা তাহা
হয়েছে প্রেমেরি জয়,
মিনতি করি প্রিয়ার যেন মোর
স্বর্গে জায়গা হয়।
আজও আমার মনেতে জাগরন
সেই ১৯৯৮ সাল,
অন্তর খানি মোর কাঁদিয়া চলিবে
এ ভাবেই কত কাল।