আজি আসিয়াছে বসন্ত
ঋতুতে লাগিয়াছে আগুন,
গাছে ফুটিয়াছে ফুল
এ যে আগুনি ফাগুন।
প্রকৃতির রূপ জানান দিতে শিমুল
সাজিয়েছে অপরূপ সাজে,
ইরি ফলাতে বাংলার মাটিতে
কিষান মাতিয়াছে সর্ব কাজে ।
কাছে পেতে রাঙ্গা বেশে
ফুটেছে গোলাপ ফুল
তুলিতে তারে কত জনা
আজি হয়েছে মশগুল।
গাছের ডালে বসিয়া কোকিল
ভালোবাসার গান গায়,
কু-হু কু-হু মধুর শুরে ডাকে
মনের কোকিল  আয়।
বসন্তী বাতাস মন দরিয়া'য়
তুলিয়াছে রঙ্গের ঢেউ
ঢেউয়ের সঙ্গে মন রাঙ্গাত
আসিতেছে বুঝি কেউ।


বসন্তের-ই ক্ষনে আজি
উতাল পাতাল হাওয়া
সকলে মিলে ভাল থেকো
এটাই কবি'র চাওয়া।