বেঠিক বেহাল, নেশায় মাতাল
যুব সমাজ আজ টালমাটাল,
হর হামেশা বেশ তামাশা
দেশ ছেয়েছে মাদক জাল।


হেরোইন, বাবা, মারছে থাবা
নেশায় তাদের জুড়ি নাই,
ফেন্সি, গাজাঁ, সেবনে রাজা
নেইতো কোথাও রাজার ঠাঁই।


মদে পাগল,আবোল তাবোল
বক বকিয়ে শান্তি পায়,
বুঝেনা তারা নেশায় সাড়া
ধিকেধিকে তার জীবন যায়।


সবাই নিজে আহা কি-যে
সুখে দুখে আছেতো বেশ
কে গড়িবে হাল ধরিবে
মাদক মুক্ত কি? হবেনা দেশ।


আয়রে নবীন, আয়রে প্রবীণ
প্রদীপ শিখা জ্বালিয়ে আয়,
মাদক বংশ, করিবো ধ্বংস
মাদক নির্মুলে এগিয়ে আয়।


০৯/১২/২০১৮ খ্রিঃ।