আশা না মিটিতে   হৃদয় না জুড়াতে
     কেন? ক্ষণিকের পরশ দিয়ে ,
হঠাৎ বিদায়ের ঘন্টা   চৌচির করে মনটা
        স্বপ্ন গুলো কেড়ে নিয়ে।  
ঝরা ফুলের মতো    হৃদয়ের চাওয়া যত
       নিমিষেই গেলো রে ঝরিয়া,
অপলক সেই দৃষ্টি    বিধাতার কি সৃষ্টি
       হৃদয় খানি করিল দরিয়া।
অকুল দরিয়ায় ঠাই    কূল নাই রে নাই
          দিক ক্ষণ গিয়ে ভুলে,
কাতর অন্তর নিয়ে    ডেউ জল পারি দিয়ে
       অজানায় ভিড়েছিলাম কূলে।
ধীরে ধীরে মন    ভুলিতে বসিল পণ
        পার করিল বেশ ক্ষণ,
মেঘ আসিল ঘরে    সেই স্বপ্ন আড়াল করে
       আসিল আজিকার আপনজন।
আজিকার আপনজন.   মনে মিলিয়ে মন
     দুটি প্রান ভালবাসায় মাখামাখি
তবুও কার পানে    খানিক হৃদয় টানে
     মাঝে মাঝে মেলে দুটি আঁখি।
সময় ধেয়ে যায়    আয়ুকাল ফুরায়
        মুছে না তবুও স্মৃতি,
কেমনে ভুলিবো তারে    হৃদয় দিয়েছিলাম যারে
           সে যে আমার প্রথম প্রীতি।
আজো মাঝে মাঝে    হৃদয় খানি সাজে
           এক পলক তারে দেখিতে,
মনে চায় চায়    দেখা নাহি পায়
      ভাসিয়া উঠে শুধু আঁখিতে।।