কাটুয়া আনতে হাটুয়া ভাঙ্গিল
কবিরাজ আসিল বাড়ীত
বাড়ীর খবর টপ করিয়া
রটেয়া গেইল টারিত।
পাড়াপড়শির দৌড়াদৌড়ি
চোকত কারো নাই নিন
কাওবা দ্যাখো ওষুধ বাটে
কাও নামায় ফির জিন।
কানাঘুষা ফাসার ফুসুর  
ম্যালা মানষীর মুকোত,
চৌখ দুখনা সাদা হইছে
অক্ত নাই অর চোকোত।
খবর পায়া দৌড়ি আসিল
কদম আলির নানি,
উদুর্ভুসা তোমরা সগায়
মাথাত দ্যান নাই ক্যা পানি।
কদম আলীর বনুষ কান্দে
মোনুঙ রে মুই মোনুঙ
বত্তিবে না মরবে সোয়ামি
বিধুয়া বোধহয় হনুঙ।
কাও কদমের গাও ঠাসি দ্যায়
কাও আনি দ্যায় ক্যাঁথা,
চোখ ম্যালেয়া কয় কদম
নাই হয় মোর কোনো
পাচুঙ মিচ্চিয়্যানা ব্যাথা।


ইং- ১৫/১২/২০১৯ খ্রিঃ।


আন্ধাধুন > অজাতা কিছু করা
কাটুয়া > মাটির বোল
হাটুয়া > হাটু
টপ করিয়া > তাড়াতাড়ি করে
টারিত > পাড়ায়
নিন > ঘুম
ফাসার ফুসুর > আস্তে আস্তে কথা বালা
চকোত > চোখে
মুকোত > মুখে
বনুষ > স্ত্রী
সোয়ামি  > স্বামী
সগায় > সকলে
বত্তিবে > বাছিবে
মনুঙ > মরিলাম
হনুঙ > হইলাম
উদুর্ভুসা > যার বুদ্দি জ্ঞান কম
পাচুঙ > পেয়েছি
মিচ্চিয়্যানা > অল্প একটু