তোমার বাদে ধরি গেছিনুঙ
মরিশাস দ্বীপের অসোগোল্লা,
আনিবার বাদে গেছিনুঙ যা-
                     পানুঙ না তা
ঘুরি ধরি আনুং মোর খালি ঠোল্লা।
ফাগুন মাসের শুরুতে খবর দিছুনুঙ
চৈত মাসোত মুই তোমার অত্তি যাইম,
খা খা ওইদোত বগলোত বসিয়া
তোমার হাতের হাকইয়ের বাতাস খাইম।
কিবা আশাত,,,
তোমার ওত্তি গেইনো
যাওয়ায় সাড় ;
যায়া দ্যাকায় না পাইনো।
তোমরা যদি দ্যাকায় না দিবেন -তা
আগোত মোক কয়া পাঠাইলে হইল হয়,
আর না হয় সেই ব্যাপার টা যদি
কাও আসি মোক কইল হয়।
তা হইলে মুই যাবার বাদে
ছিল্লিয়া না হনুঙ হয়।
ঘুরোত আসিবার সমায় হ্যাকাদোমা মাল্লিত
উষ্ঠা খ্যায়া হাটুয়া গেইল মৈচকি,
চিতোর হয়া উলটি পরিয়া
গাওখানো গ্যালো ভচকি।
মনটা মোর খারাপ হয়া গেইল
বুঝি ন্যাও কি অবস্থা,
তাতে ফির কবিরাজ করিল পায়োত
জাঁকলা বান্ধা ব্যবস্থা।


তাও গোশা না করিয়া .......
আশা-কোনা টোপলা করিয়া
ঘরের চালোত সিকিয়াত থুনুঙ তুলি,
শুনিবার চাইলে আইসেন হামার বাড়ীত
সেই আশা..........
তোমাক কইম মুই খুলি।


১৮/০৩/২০২০ খ্রিঃ।
সময়ঃ- দুপর ০২.০০ টা
স্থানঃ- অষ্টমীর চর, মরিশাস দ্বীপ।