বিল পেরিয়ে ঐ দেখা যায় ছোট্ট সবুজ গা
ওই গায়েরি আকাশ পানে থাকে আমার মা।
মা আবার আসবে ফিরে বলতো বাবা ভারি
দুদিন বাদেই মা আবার ফিরবে নাকি বাড়ি।


ফুফুর কাছে রেখে আমায় বাবা গেল ঢাকা
ফিরবে যখন বাড়ি বাবা আনবে অনেক টাকা।
সেই থেকে দিন ফুরিয়ে গেল কয়েক মাস
আগুনে পোড়া শ্রমিক বেসে এল বাবার লাশ।


বাবাও নাকি ওই অাকাশে গিয়াছে মায়ের কাছে
মায়ের কাছে বাবাও এখন তারা হয়ে অাছে।
জ্যোৎস্না রাতে অাকাশ পানে মেলে দুটি আঁখি
মায়ের কাছে যাব অামি কেমনে হব পাখি।


আমার মনে সারি সারি দুঃখ অনেক থাকে
বলবোনা তো বলব শুধু কাছে পেলে মাকে।
জমিন থেকে ঐ আকাশটা অনেকখানি ফাঁকে
ওই আকাশে যাওনা ও ভাই দাও না এনে মাকে।


প্রকাশের সময়ঃ- ইং- ২৯/০৬/২০১৯ তারিখ,
সময়ঃ- রাত্রী- ০৮২৫ মিঃ।
স্থানঃ- কুড়িগ্রাম থানা।