তিস্তা নদীর স্রোত দেখে
লোকে পেতো ভয়,
সেই তিস্তার বুখে এখন
ভুট্টা আবাদ হয়।


দুইটি তীরের মানুষের সে
বড্ড ছিল যম,
যমের ঘাড়ে আজকে ফলে
তামাক,বাদাম আর গম।


যেই নদীতে মাঝি-মাল্লা
নৌকা দিতো পাড়ি,
সেই নদীতে বেজায় এখন
চলছে কলের গাড়ী।


নদীর জলে জাল ফেলিয়ে
মাছ ধরতো জেলে,
জেলে বিষম খুশি হতো
বৈরালী মাছ পেলে।


মাঝি জেলে আজ নদীতে
বইছে কলের হাল,
রুপ বৈচিত্র্য হারিয়ে এখন
তিস্তা যে বেহাল।


৩১/০৩/২০১৮খিঃ।