প্রেম নগরে দুজন ছিল
প্রেমে মাখামাখি
শপথ ছিল জীবনপথে
কেউ দিবে না ফাকি।
চলার পথে দুজনাতে ছিল
উজ্বল করা হাসি
পথ না-ফুরাতে রাস্তা বাঁকা
প্রেম হইল যে বাসি।
প্রেম নগরে আসিল ধেয়ে
কালবৈশাখী ঝড়
শপথ ভেঙ্গে আপন জনকে
করে দিল পর।
একজনের আরেকজন যে
হইল চক্ষুশূল
মন দেওয়াই ছিল বোধহয়
বিরাট বড় ভুল।
কত ভাষায় দিল ধিক্কার
দুঃখ কোথায় রাখি
একজন ছেড়ে আরেকজন যায়
ভাসাইয়া দুই আঁখি।


স্থানঃ- ঢুষমারা, কুড়িগ্রাম।