রবি বাবু হলো গাবুর,
চাচ্ছে না সে করতে সবুর।
বিয়ের পিরিতে বসবে এবার,
শাশুর বাড়ীর খাবে খাবার।
পেয়ে খবর লেংটি মেরে,
চুটকু ঘটক আসলো তেরে।
এনেছে সাথে ৬০০ ছবি,
কনে পছন্দ করলো রবি।
মনের মাঝে জ্বালিয়ে কুপি,
পড়লো মাথায় বিয়ের টুপি।
ছুটলো এবার বিয়ের গাড়ী,
বরযাত্রী যাচ্ছে কনের বাড়ী।
ভাই ভগ্নি আরো কত,
বরযাত্রী যে শত শত।
পৌছলো গাড়ী কনের বাড়ী,
সাথে নিয়ে মিষ্টির হাড়ি।
ফুটছে কত আতশ বাজি,
বসে আছে মংলু কাজী।
বিয়ের কার্য হলো শুরু,
কাজী সেথায় মহা গুরু।
বর কনের মিলিয়ে হাত,
করলো কাজী বাজি মাত।
কনের বাবার অন্তরে বান,
তবু,করলো কন্যা সম্প্রদান।
আগের যুগে কাঁদতো কনে,
এখন কনের নেই তা মনে।
ফিরলো এবার বিয়ের গাড়ী,
কনে নিয়ে আসলো বাড়ী।
রবি বাবু নিয়ে কনে,
যাচ্ছে এবার কুঞ্জ বনে।।