৭ই মার্চের ভাষনে বঙ্গবন্ধু
দিল স্বাধীনতার ডাক,
তোদের যার যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাক।


সৈরাচার পাকিস্থানির কবজায়
হতে পারি আমি বন্দি,
উড়াব জীবন বাংলার তরে
তবু নহি করিব সন্দি।


তোমরা আমার ভাই
আমি যদি হুকুম দিতে নাও পারি,
ছিনিয়ে তব বাংলার স্বাধীনতা
ফিরবে তোমরা বাড়ী।


প্রত্যেক ঘরে ঘরে গড়ে তুল দুর্গ
যা কিছু আছে যার যার,
তাই নিয়ে তোমরা প্রস্তুত থাক
মোকাবেলা করবে হানাদার।


সাত কোটি মানুষকে
দাবিয়ে রাখতে পারবে না আর,
আমরা যখন মরতে শিখেছি
পাকিস্থানি সেনা হুশিয়ার।


"এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"


বঙ্গোবন্ধু শেখ মজিবুর রহমনের
সেই ০৭ই মার্চের ভাষন,
বিশ্ব মাঝে ঐতিয্য ও স্মৃতির পাতায়
আজ উর্ধে নিয়েছে আসন।


ইং ২৫/১১/২০১৭ তারিখ,
সময়-১৩.৩০