বছর দিন আর মাস ঘুরে
এপার ওপার বাংলা জুড়ে,
চৈত্রসংক্রান্তি দিল হাঁক
আইলো রে ভাই বৈশাখ।


সুর্যদয়ে বাজবে ঢোল
বাংলা গানে গন্ডগোল,
বাঙ্গালিয়ানা করে স্বরণ
১লা বৈশাখ করবো বরণ।


সকলি যাবো সারি সারি
হাতী, ঘোড়া, গরুর গাড়ী,
বাঙ্গালী মোরা উঠবো মেতে
মঙ্গল শোভা যাত্রায় যেতে।


ধর্ম বর্ণ গোত্র ভুলে
পান্তা-ইলিশ হাতে তুলে,
শুটকি ভর্তা লঙ্কা ঝাল
আরো থাকবে মাটির থাল।


শাড়ী পাঞ্জাবী পরে কত
ঘুরবো মোরা শত শত,
হাত ধরে যে জুটি জুটি
রোদ-ধুলোতে লুটোপুটি।


বাংলা সুরে গাইবো তাতে
মনের মানুষ থাকবে সাথে,
দুজনের কত মনের মিল
বুঝবে এবার হাতীর ঝিল।


বাঙ্গালী আর বাংলা বাসি
বাংলায় মেতে তুলবো হাসি,
বাংলা'কে কত ভালবাসি
জানবে এবার বিশ্ববাসী।।


ইং ১০/০৪/২০১৮ খ্রিঃ।