বউকে ভালবাসে কম
সে একটা কিপ্টার জম,
বউকে করে না আদর
ঐ বেটা পাক্কা বাদর।


বউয়ের চুরির রুনঝুন শব্দে
ভাঙে না যার ঘুম,
সে একটা কুঁইড়া বটে
তার কপালে ধুম।


বউয়ের ডাগড় চোখ দেখেও
গলেনা মন উঠেনা জোয়ার,
বউ সোহাগী বুঝে না সে
আস্ত একটা গোঁয়ার।


বউয়ের সিল্কি চুলের গন্ধে
মনে স্বপ্ন জাগে না যার,
সে একটা কাঠের ঢেকি
জানেনা মনের কারবার।


বউয়ের বানানো চায়ের চুমুকে
শ্রান্তি থাকে যার বাকি,
সে একটা মস্তো ইতর
পঁচা মাছের ঢাঁকি।


বউয়ের ঠোঁটের মিষ্টি হাসি
দেখেও মন করেনা রিমঝিম,
আসবেনা মনে রোমান্স যার
সে একটা ভীতু ঘোড়ার ডিম।


বউয়ের আঁচলে ঘাম মুছেও
যার ক্লান্তি নাহি কাটে,
ঐ ব্যাটা কোন একদিন
মরে থাকবে মাঠে।


কথাগুলোতে বউয়ের সাথে
সম্পর্ক থাকবে বাধা,
বুজবে না যে আমার কথা
সে আস্তো একটা গাঁধা।
.
এই কথাগুলো শুনে যে স্বামীর
গায়ে লাগবে বিষ,
হাঁসি তার আসবে কোনদিন
সে একটা লবণহীন নিরামিষ।।


ইং ২৬/১২/২০১৭ তরিখ
রাত্রী ১০.০০ টা।