রুপকথার এক দেশে ছিল
চুপ কথার এক মেয়ে
মাঝ নিশিতে চলত একা
গান গেয়ে গান গেয়ে।
একদা এক রাখাল ছেলে
পথ ভুলিয়ে যায়
হেঁটে হেঁটে চলতে থাকে
দিশ কুল  নাহি পায়।
আধার রাতে পথ ভুলিয়ে
চলতে অবশেষে
মাঝ নিশিতে পৌঁছে গেল
রূপকথার ঐ দেশে।
রাখাল ছেলে শুনতে পেল
হঠাৎ গানের শব্দ
এদিক ওদিক তাকিয়ে সে
হয়ে যায় স্তব্ধ।
গভীর রাতের অন্ধকারে
মেয়ের কন্ঠে গান
ভূত-পেত্নী পেতেছে নাকি
মানুষ ধরার ফান।
..............  চলমান,,