সাঁঝের পরে-ই চাঁদ উঠেছে
জোৎসনা ফুঠেছে,
চাঁদের কিরন অঙ্গে মেখে
প্রিয়া, ফিরে এসেছে।


আসছে প্রিয়া-আমার কাছে
অতীত স্মৃতি ভুলি,
আমিও সকল দুঃখ ভুলে
কোলে নিলাম তুলি।


কৃষ্ণচুরার পাঁপড়ী বেশে
প্রিয়া মোর এসেছে সেঁজে,
যার আগমনে উটলো প্রানে
যৌবনের দামামা বেজে।


উদ্ধত অঙ্গ-শিরায়
বাঁধ-ভাঙ্গা রতি,
মন মরুতে জ্বলে উঠিল
অতৃপ্ত-যৌবনা প্রীতি।


ঠোঁটে কাঁপে চুম্বন
বুকে প্রেমের সরোবর,
অতৃপ্ত মনে ভরিয়া উঠিলো
রাত্রী শয্যায় ঝড়।


দূরে যেন,বাঁজিলো কোথায়
মধুর কণ্ঠে গান,
জেগে উঠিয়া দেখি-সেতো
পাখির কলতান।


ভোরের আলোয় দেখি শয্যায়
আমি যে শুধুই একা,
প্রিয়া এসেছিল ঘুমের ঘোরে
সপ্ন মাঝে-ই দেখা।