"দুটি প্রান"
মোঃ মিজানুর রহমান (এস আই মিজান)


কোন একদিন যদি হয়গো দেখা
ওগো প্রিয়তমা,
মনের দুয়ার খুলো সেদিন
করিও আমায় ক্ষমা।
চলে গেছো তুমি আমায় ছেড়ে
মান অভিমান করে,
চেয়ে আছি আমি তোমার তরে
হৃদয় শুন্য করে।
ফিরবে না তুমি যেনেও আমি
মনে কুঞ্জ সাজাই,
চেয়ে চেয়ে যে শুধুই আমি
আসায় বুখ ভাসাই।
গড়েছো তুমি জীবন সাথী
আমায় অপবাদের ছলে,
আর কত কাল ভাসবো আমি
অথৈ যমুনার জলে।
সুখে থেকো তুমি করি কামনা
সাদা তোমার জন্য,
আমার জীবনে আসুক অন্ধকার
তবুও আমি ধন্য।
চলেছি মোরা হাতে হাত ধরে
খেলেছি কতো খেলা,
সেদিন দুটি প্রান দুজনার তরে
গড়েছিলাম প্রেমের মেলা।
হাঁসি আনন্দে কেটেছে কতো
দিনের পর দিন,
তোমার তরে আজকে আমার
অনেক খানি ঋৃন।
"দুটি প্রান" আজ দুদিকে বেকে
মিলবেনা মোহনায়,
জীবনের আশা ছেরেছি আমি
তবু ধন্যবাদ জানাই তোমায়।।


ইং ২৯/১২/২০১৭ তারিখ
রাত্রী ০১.৪৫ মিঃ।