বকাটে ছেলেরা সেবিলে গাঁজা
লোকে বলে খায় গাঞ্জা,
এই খোর যে মন্দ  বেশি
খোয়ে খোয়ে ক্ষয় মাঞ্জা।


দয়াল বাবা আসর জমিয়ে
করিয়া কত কু কিত্তি,
সেই আসরে টানেযে গাঁজা
গাঞ্জার নাম তখন সিদ্দি।


ভদ্র সমাজে গাঁজার আসরে
গাঞ্জা কে বলে গঞ্জিকা,
সেবিয়া গাঁজা সাজিয়া রাজা
মানিতে চাহেনা পঞ্জিকা।


গাঁজা সেবনে রাজা রাজা ভাব
তাই কি গাঁজা টানে?
হিল বাবা দিল কর তাজা
গুরু ভক্তিটা জানে।


মাদক  সেবন নয়রে ভালো
ধিকে ধিকে জীবন কালো,
ক্ষয়ে ক্ষয়ে ক্ষয় জীবন প্রদীপ
নিভে যাবে সেই প্রদীপ আলো।


গাঞ্জা, সিদ্দি, গঞ্জিকা যাই বল
সেবনে করিও না জীবন ক্ষয়,
কবির আহ্বান মাদক ছাড়িয়া
স্বাভাবিক জীবনে ফিরিয়া আয়।