যৌবন টা তোর বজ্র গতি
ঝর ঝাপটার ফুলকি রতি,
তাই তুমি আজ যৌবনবতী
চলার যে তাই ১০০ গতি।


চলতে চলতে করলি ভুল
গাড়িয়ে গেল মোর যে কুল,
বক্ষদেশে মেরে তো ত্রিসুল
যৌবন হাওয়ায় খাচ্ছো ঢুল।


যৌবন নেশায় অনেক জনের
ক্ষতি  করেছ হৃদয় মনের,
আর ঠকাবি  কতো জনের
স্বাদ কি নাই  হতে  কনের।


যৌবনে তোর ধরবে ঘুন
মার্চ পেরিয়ে আসবে জুন,
প্রেমের জ্বরে ভাসিয়ে দ্বিগুন
কেন যে করিস মনের খুন।


অশান্ত তুই শান্ত হবি
নাকি বেজায় এমনি রবি,
অমৃতরস কি নিত্য খাবি
নিজেকে জিজ্ঞাসে উত্তর পাবি।


"যৌবন রে, তুই কি কাঙাল,
আয়ুর ভিখারী?
মরণ বনের অন্ধকারে গহন কাঁটাপথে
তুই যে শিকারি।"।


০২/০৪/২০১৮ খ্রিঃ।