চিকোন আলী  
সংসার তার জোড়াতালি
ভাড়ায় চালাতো অটো-গাড়ী,
রোজগারের তাড়া
সারাদিন মারে ভাড়া  
অবশেষে রাতে ফিরতো বাড়ী।
চাল-ডাল নিয়ে  
বৌয়ের কাছে গিয়ে
যেই দিতো বাজারের ব্যাগ
কি যে উৎফুল  
ছাওয়ায় পয় কুলকুল
তখনি চড়তো চুলোয় হাঁড়ি।
এখন অটো বন্ধ
ঘরে ক্ষুধার দন্দ
ঝামেলায় জীবনের বাড়াবাড়ি
ঘরে বসে খালি
হাজারো চিকোন আলী
এখন তাদের দুঃখ সারি সারি।


তারিখঃ- ০৫/০৫/২০২০ খ্রিঃ
সময়ঃ- সকাল ০৮.৪৫ মিঃ
স্থানঃ- মরিশাস দ্বীপ।