করোনা কালে.......
কুহিনূরের কনিষ্ঠা কন্যা কোহিলি
কেঁদে কেঁদে কহিলো কাসেমের কাছে।
ক'দিন কষ্ট করিবো কহতো কাকা ?
কাসেম কাকা কহিলো- কথা কম কও
কঠিনকৃত কর্কশে কোহিলিকে কহিলো ,
করোনা কালেই- কষ্টে কাজ করিতে।
কথাটা কঠিন কর্ণপাত করিয়া
কোহিলি কাসেম কাকাকে কহিলো.....
কারোনা কালে কবিরাজ কান্নায় কাতর;
করবেনা কোনদিন কবিরাজি।
কাসেম কাকা ক্রোধে কহিলো ....
কই; কোথায় কবিরাজ?
কহে কথা- কবে করিবে কাজ?
কণ্ঠে কণাপরিমাণ কথা
কহিলোনা কবিরাজ।
কোহিলির কাসেম কাকা
কহিলো ক-ক-কত কথা,
কবিরাজ কাজের কাজী,
কাজল করিবে কাজ
করিতে কর্ম কবিরাজি।


কলঙ্ক কবি'র কাঁধে........
কবি কষ্টে কাতর কন্ঠে কবিতায় কহে.....
করে'না কাজ করোনা কালে কর্মহীনতায়
কর কর করে কর্কট।
কষ্ট করিয়া কর্ম করিলে
কৃষ্ট করিবে কর্মোট।


প্রকাশের তারিখঃ- ২৬/১১/২০২০ খ্রিঃ।
সময়ঃ- বিকেল ০৫.০০ টা।
স্থানঃ- কোহিলির করতোয়া কুটির, পঞ্চগড়।