কে বা পিতা, কে বা ব্রহ্মা
নেই কোন যোগসূত্র,
পিতা মাতা নেই তবু তার
নাম যে ব্রহ্মপুত্র।
পদ্মা মেঘনা তিস্তা ধরলার
নাম যদি হয় নদী,
একই স্রোতোবহা ব্রহ্মপুত্র
সে নদ কেন অদ্যাবধি।
নদ নদী কি পুরুষ মেয়ে,
নাকি স্বামী স্ত্রী,
স্রোতের ধারাতে লিঙ্গভেদ
কে তার নাম-মিস্ত্রি।