লিরাত্রি'কে দেখে থেকে থেকে
কেমন করে মন
অনেক লিরাত্রি ঘর বেধেছে
শান্তি নিকেতন,
সেই নিকেতন অনেক দূরে,
লিরাত্রি থেকো ভালো!
পূর্ণি-রাতে পাঠিও আমায়
নানান রঙের আলো।
তোমার পিতার অট্টালিকা
আমার আছে কি????
তোমার আমার ব্যবধান নাকি
পান্তা ভাতে ঘি।
লিরাত্রি........
এই ব্যবধান ভাঙ্গতে আমার
অনেক খানি পথ
তবু.........
তোমার জন্য ঘুরাবো আমি
জীবন চাকার রথ।
লিরাত্রি একটু সবুর কর,
একটু বাঁধো মন,
ক'দিন বাদে আমার হবে
আকাশ কুসুম ধন।