মোর কইলজা খান ছিরি ফাঁড়ি
কি সুখ তুই পালু
কইনা আসবার বাদে কথা দিচুলু
ক্যানে না আলু.......।।
আশিন গেলো কাতি গেলো
আগোন পুষ যায়যায়
মোবাইল ফোনেত পিরিত জমে
এ্যালা করোঙ হায়-হায়।
আশায় আশায় থুইয়া যে মোক
দরিয়াত ভাসালু........
কইনা আসবার বাদে কথা দিচুলু
ক্যানে না আলু.......।।
মোবাইল ফোন আর মেসেঞ্জারোত
কচলু কতো কথা
কথা শ্যাষোত পালে গেছলো
বুকের ভিতরার ব্যথা।
মিছা কথাত মন ভোলেয়া
কি সুখটা পালু
কইনা আসবার বাদে কথা দিচুলু
ক্যানে না আলু.......।।
আইত জাগিয়া মোবাইল ফোনোত
কচলু ভালবাসি
নাই কথাতে উটচুলু তুই
খিলখিল করি হাসি।
কোটে গেলো আজ খিলখিল হাসি
তুই কোটে গেলু
কইনা আসবার বাদে কথা দিচুলু
ক্যানে না আলু.......।।
মোর কইলজা খান ছিরি ফাঁড়ি
কি সুখ তুই পালু
কইনা আসবার বাদে কথা দিচুলু
ক্যানে না আলু.......।।


ইং- ২৯/১২/২০২০ খ্রিঃ
পঞ্চগড় সদর, পঞ্চগড়।