মানব জাতীকে করিতে ধ্বংস
বেরিয়েছে নানা মাদক,
হুশিয়ার হও তোমরা সবে
এ যে সর্বনাশা ঘাতক।


যুবক তরুন নিচ্ছে মাদক
পাচ্ছে না আসান,
এই ব্যাধিতে ধুঁকছে আজ
লক্ষ লক্ষ প্রাণ।


নগর বন্দর গ্রামান্তরে
করেছে যে তোলপাড়,
সর্বনাশা এইতো মাদক
দেশ করছে ছারখার।


বলছে সে মৃত ঘটায়
মরনঘাতি মাদক,
তবু কেন মাদকের পিছে
ছুটছে এতো খাদক।


ধ্বংস আজ মানব সমাজ
দিচ্ছে মাদক হানা,
তরুনরা আজ দিশেহারা
চোখ থেকেও কানা।


মাদক খাবি মরে যাবি
থাকবি না আর ভাল,
ধিকি ধিকি পুড়বি সুধু
জীবন হবে তোর কাল।


নেশায় যাবে পুড়ে
বন্ধুরা যাবে দুরে,
থাকবেনা কেউ তোর সাথে
দেখবেনা তোমায় ঘুরে।


ধ্বংস আজ মানব সমাজ
দিচ্ছে মাদক ছোবল,
দিশেহারা কবি বলছি
মাদক দ্রব্যের কুফল।


গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন
মাদক সবনে করিও না জীবন ক্ষয়,
ছারিয়া মাদক - করিয়া পন
স্বাভাবিক জীবনে ফিরিয়া আয়।


ইং ২৪/১২/২০১৭ তারিখ
১২.০০ মিঃ।