ছাড়িয়া বাড়ী
বেড়িয়ে পরি
যৌবনের প্রথম বেলায়,
উপার্জনের টানে
ভাসিতেছি বানে
চাকুরী নামের ভেলায়।
ওগো জন্মভুমি
আজোকি তুমি?
অপেক্ষায় আমার জন্য,
আমি কানাই
তোমায় জানাই
ফেড়ার জন্যেইতো হন্য।
ফিরবো কবে?
উনষাঁট যবে
বয়স আমার হবে,
যৌবন শেষে
বৃদ্ধ বেশে
চাকুরীর বিদায় তবে।
জীবনের ঢাল
যৌবন কাল
চাকুরীতে হবে শেষ,
জনতার তরে
ডিউটি করে
তাইতো আছি বেশ।
ও জন্মভুমি
জানোকি তুমি?
বধুয়া কেমন আছে?
আছেতো সে
অপেক্ষায় যে
ময়না গাইতেছে গাছে।
আছে ছুটি
গাছের টুটি
যায়না তারে ধরা,
ছুটির আশা?
তামা কাসা
হৃদয়ে তাই ক্ষড়া।
মনের ময়না
হৃদয়ের গয়না
কিজানি কি করে,
মনটা টানে
তাহার পানে
ফিরবো কবে ঘরে?।।


ইং ০৯/০১/২০১৮ তারিখ
বিকাল ০৫.৩০ মিঃ।