ওকি গাড়িয়াল ভাই......
গরুর গাড়ি আছে আজও নাইওরি আর  নাই।
কাঠের চাকার গরুর গাড়িতে সাজেয়া উপরে ছই,
কাপড়ে-ঢাকা ছইয়ের মাঝে নাইওরি আজ কই?
যুগের পরিবর্তন নব জামানায়
চলে নাতো আজ রাস্তায়; ছই-তোলা গরুর গাড়ি,
ঋতুপর্বন আজ বোঝেনা বধু
নাইওরে যাওয়া আসা কমতেছে  বাপের বাড়ি।
গরুর গাড়ি মাঝেমধ্যে এখনো  চোখে পড়ে
নেই নাইওরি, নেই ছই, নেইতো কাঠের চাকা
টায়ার লাগানো গরুর গাড়িতে মাল বোঝাই,
যেন নাইওরি পড়েছে ঢাকা।