শোন ও ময়নার মাও
একনা কথা কবার চাও
আগ করমেন না তো ফির,,,
কথা শুনিয়া আগ না করমেন
আগত কথা দ্যাও,
কাকো আবার কইমেন না তো
সেটাও ভাবি নেও।


ভ্যনোর ভ্যনোর করিয়া আর না জলান
তার চেয়া টপ করিয়া কয়া ফেলান
কি কথা কইমেন সোনার চাঁন,
আবার কি তোমরা বিয়াও করির চান,,,,


তওবা থুক্কু নোমায় নোমায়
চোখ মারে মোক শুধুই ওমায়
আরো ফির ওমার বাড়ি যাবার কয়,,,
ট্যেরা চোখে মুচকি হাসি
মোক কয় ওমরা----- ভালবাসি
ওই কথা শুনিয়া মোক যে নাগে ভয়।


ভয় না কয়,  -- মনত নাগছে রং
তাইতো কং তোমার ক্যানে হইছে এত ঢং,,,,
চিরুনি বাদে মাথার চুল হয়া আছিল জটা
এ্যলা ক্যানে শ্যাম্পু দিয়া চুল করেন সটসটা।
কাপড় ডলি গাওত দেন
আরো মারেন সেন্ট
দশটার জাগাত নয়টায় এখন
তোমার ছাড়ে ট্রেন।


ক্যানে ময়নার মাও তোমরা কি হামাক সন্দেহ করেন,
সোজা কথা না কয়া উল্টো কথা ধরেন।
থুক্কু তওবা ওইল্লা কথা বাদ দেও
রসের কথাকোনা শুনি নেও।
আলতু ফালতু কথা কয়া ঝগড়া নাগের চাও
মজার মজার ঝগড়া করলে বারে তোমার ভাও।


১৫/০৫/২০১৯ খ্রিঃ।