যখন গেচুনুঙ মুই
ময়নার মাওয়ের বাড়ী,
ওমরা; চাপিয়া বগলোত বসি
গল্প দিছিল ছাড়ি।
গল্প শুনি ও ভাইয়ো মোর
মনটা যাইতো ভরি
আরো-দুইঝনে বেড়াইচোনো কত
ইক্সা অটোত চড়ি।
এ্যলা যদি যাও ভাইয়ো মুই
ময়নার মাওয়ের গোরোত
বাড়ীত ঢুকতে না দিয়া অয়
পটে দেয় মোক ঘোরত।
চাপির দেয় না বগলোত কয়
অত্তি  দূরত সরোনা
দুর থাকিয়া আসচেন তোমরা
হামাক ধরবে করোনা।
ছওয়ায় পোয়ায় ওমরা গুলা
লকডাউন করছে ঘর
কাছের মানুষ হয়াও হামরা
হয়া গেইনো পর।
সতর্কতা দেখিয়া মুই
ময়নার মাওয়োক কনুঙ
ছওয়ায় পোয়ায় ভালো থাকেন
ও-মুই খুশি হয়া ঘুরোত গেনুঙ।
ও ভাইরে...........
তোমরা গুলায় কন
করোনা পরিস্থিতিতে তোমরা
ভালো আছেন কয়জন?


তারিখঃ- ১৩/০৪/২০২০ খ্রিঃ।
সময়ঃ- সকাল ০৯.৪৫ মিঃ।
স্থানঃ- ডাটিয়ার চর, ঢুষমারা, কুড়িগ্রাম।