হায়রে,,,,,
কতদিন থাকিয়া ওমাক দ্যাকোঙ না,
মায়নার মাও ক্যানে হামার আইসে না।


ওরে মনটা করে ডাকাডাকি
ওমাক ছাড়া ক্যামনে থাকি,
মন রাজ্যের রাণী ওমায়
ও মোর পরাণের পাখি।।


ওরে ওমরা থাকে দুরান্তর
মুই মানুষটা হইচুঙ পর,
ওমাক আসিবার বদে
ও মুই দিচুঙ রে খবর।।


ওরে একলায় ঘরোত শুইয়া থাকোঙ
আইতোত স্বপ্নে  কি কি দ্যাকোঙ,
মাজলা আইতোত চ্যাতোন হয়া
ও মুই বসি,,,,,য়া ভাবোঙ।।


ওরে না দেকিয়া ওমার মুখ
খ্যায়া দ্যায়া না পাঙ সুখ,
নদীর গাবারের মতোন
ও মোর ভাঙ্গিয়া যায় যে বুক।।


হায়রে,,,,,
কতদিন থাকিয়া ওমাক দ্যাকোঙ না,
মায়নার মাও ক্যানে হামার আইসে না।


রচনাকালঃ- ০১/০৯/২০১৯ খ্রিঃ।
সময়ঃ- রাত ০৩.৩০ মিঃ।
স্থানঃ- কুড়িগ্রাম থানা ভবন।।