ক্যানেবা মোর নিন আইসে না
বিছনাত শুতিবার মন বইসে না,
তোমার বদে মন যায় উড়ি
ধান্দাতে মুই ব্যাড়াং ঘুরি।


মুই নাকি হোচুং পাগলা
আন্দার আইতোত ব্যাড়াং একলা,
তোমার বদে শুধুই কান্দি
মোক যে এমরা ধুইচে বান্ধি।


আইতোত শুতি মাটির বিছনাত
এ্যকলায় আচুং ঘরের কোনাত,
হাত পা যে মোর শিখলে বাধা
চোখের জলে মাটি করচুং কাদা।


যত অত্যাচার করুক মোক
মনটা যে মুই দিচুং তোক,
কতলা কথা কয় কউক ওমরা
মোর পরাণের আনি তোমরা।


হোচুং যে মুই ধামা ধরা
বাঁচিয়া থাকিয়াও জ্যান্ত মরা,
পাগলা কয় মোক তোমার জইন্যে
বোজেন না তো তোমরা কইন্যে।


আইসো হামার কইন্যা কোনা
তোমরা হইলেন আসল সোনা,
তোমাক দেকি জুড়াম পরাণ
আরো শুনাম অম্পুরের গান।


দোহাই নাগে আইসো তোমরা
থাকেন না মুখ করি গোমড়া,
বসি থাকনুং আশায় তোমার
হইমেন তোমরা শুধুই হামার।


যদি ডাক না শোনেন মোর
নিজে খুড়িম নিজের গোর,
যাইবে থামি জীবনের গাড়ি
মুই চলি যাইম আসল বাড়ি।


( রংপুরের আঞ্চলিক ভাষায়)