মুরক গেল নদীর পাড়ে
মৎস্য শিকার করতে
অনেক চেষ্টায় একটিও মাছ
পারল না সে ধরতে।
সারস চলে নদীর ধারে
লম্বা-লম্বা পায়
লম্বা গলার লম্বা ঠোঁটে
মৎস্য ধরে খায়।
সারস এর সাথে তাল মিলাতে
মুরগের বেশ চাল
সমান হতে পায়ের সাথে
বাঁধল গাছের ডাল।
ডাল বেঁধে তার লাভ কি হল
ঠোঁট পানিতে যায় না
চালাক হয়েও মোরগ দেক
মৎস্য ধরতে পায় না।
না হয় একটু হাটতে পারবে
একটু পারবে ঘুরতে
সারস এর সাথে কি আর
পারবে মুরগ উড়তে।
          শিক্ষণীয়ঃ- সব কাজ সবার দ্বারা হয় না।