যে জন বিনে শুন্য থাকে
নিধুবন নিথর বাড়ী,
অনালোকিত হায় তাহার পরশে
সৌন্দর্যময় সে'তো নারী।
নারীতে মজিতে যে জন ব্যর্থ
নিভু নিভু তার রবি,
বিরহানলে তাই রচিয়া রচনা
কবিতা খুজে পায় কবি।
নারীর পরশ খুজে প্রতিজন
সকলি যে পরশ মনা,
কিশোর যৌবন নারী বিরহে
শ'তে নব্বই জনা।


কোথাকার  নারী কোথা হতে আসিয়া
হিয়া খানি করিলি দান,
মায়ার বাধনে বাধিল আমারে
হৃদয়ে যে ধরিল টান।
ঘরের দুলালী মেয়ে
অজানায় দিল যে পারি
আমার সাথে ঘর বাধিল
পিতার বাড়ীটা ছাড়ি।
পিতা মাতা আর ভ্রাতা ভগ্নি
ছাড়িয়া তাহাদের মায়া,
ক্লান্তি রোদন করিতে আমার
সর্বদা দিচ্ছে ছায়া।


যৌবনের ক্ষুদা নারী দেয় সুধা
সুধা আর ক্ষুদার যোগ,
জন্ম লাভিবে আগামীর শিশু
করিতে -পৃথিবী উপভোগ।
শিশু সন্তানদেের আগামীর জন্য
প্রস্তুত করিতে নারী,
যন্ত্রনা, কষ্ট সহ্যকারিণী সে
ঝড়িলেও চোখের বারি।
সেই নারী মোর জীবন সঙ্গী
সেই নারী মোর প্রান,
সেই নারীর জন্য গড়িব  তাজমহল
সাজিয়া শাহাজান।
০৮/০৩/২০১৯ খ্রিঃ।