চিত্ত গোপনে নিত্য মোরে
যে কথা বলে যায়,
তোমারে কহিতে সে কথা
মনে জাগে লোকভয়।


হৃদয় মনের কতকথা
তোমারে বলিবো বলে,
এক পলক তোমায় দেখিতে
মন ছুটিয়া চলে।


পথ চলিতে কতবার দেখা
তোমায় বলিতে চাই,
সহসা আমি বলিতে চেয়েও
লোকভয়ে থামে যাই।


বুঝেও তুমি ওগো সজনী
চুপটি করে থাকো,
মনের দুয়ার খুলিয়া তবু
একবার নাহি ডাকো।


তোমায় ভেবে দিবস-রজনী
কত যে কাটিয়া যায়,
কেমনে তোমারে সে কথা কহি
হৃদয়ে যাহা কয়।