পুলিশ কার?
ক্ষমতায় থাকলে তার।
ক্ষমতায় না থাকলে..?
পুলিশ! পেটুয়া বাহিনী
লেলিয়েছে সরকার।


তাহলে পুলিশ! শাসক দলের?
না। তাতো হবার নয়,
পুলিশ তাদের হবে কেন?
তাদের সাথে রয়।


তা হলে পুলিশ কার?
জনগণের..... না,
পুলিশ যে জনগনের
সেই কথাটাা
নেই তো কারো জানা।
জানে সবাই;
বুঝতে আছে মানা।


পুলিশ তোমাকে চেনে কে?
চেনে না এমন কেহ নেই,
প্রয়োজনে তোমার কদর
কাজ ফুরালেই ধেই।


পুলিশ তুমি কি আইনের?
না। তা কেউ মানছে না,
আইন-শৃঙ্খলা রক্ষার্থে শুধু
ডিউটি করেই যা।


আচ্ছা পুলিশ, তুমি কার?
যে ক্ষণিক বিশ্রামের মাঝে
তোমার গায়ে হাত বুলায়,
হাজার কষ্টের মাঝে যে
তোমার একটু মণ ভুলায়;
তুমি কি তার?...... না।
মাস কিংবা চার, ছ'মাসে
দেখা দু একবার,
কেমনে তুমি হবে 'পুলিশ'
তাহার দাবিদার।


তাহলে পুলিশ কার? কারো না।
থাকনা পুলিশ একা,
পুলিশের চাকুরি নিয়ে যে তোর
পথ হয়েছে  বাঁকা।


১৪/০৯/২০১৮ খ্রিঃ।e,