ঈদের দিন আসে,,,,
ঈদের দিন যায়,,,,
বুকের ভিতর চিতা জ্বলে
রক্ত ঝরে কলিজায়!
কষ্টের হাওয়া বুকে বয়,
দুচোখ ভাসে জ্বলে!
উদাস চিত্তে স্মৃতির,,,, আড়ালে
দুঃখরা বন্দি চার দেয়ালে।


এভাবে কেটেছে কতোনা ঈদ
মনের আঙিনায় দাঁগ কেটে
পোলাও কোরমা সামনে থেকেও
যায় কি তাহা পেটে?
সুখ যেন খাঁচার পাখি
পাখা আছে তবুও পারেনা উড়তে
ইচ্চে হলেও স্বাধীন মনে
পারিনা যে কোথাও ঘুরতে।
আর ঈদের,,,,, ছুটি
সে যেন ভেঁননা কাঁঠের তরী
ভেসে যায় স্রোতের অনুকূলে
এদিকে,,, থেমে থাকে নাতো ঘড়ি।
স্ত্রী সন্তান পথ চেয়ে থাকে
কেহ চেয়ে থাকে তার পিতার পানে
কেহ চেয়ে থাকে মনের মানুষের টানে
তাকাতে তাকাতে দৃষ্টি ভাসিয়া যায়
আঁখিজলের বানে।
এদিকে আমি,,,,,,,
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখি
মনের চোখে যতোটুকু আলো থাকে
তখনি থমকে দাঁড়ায় জীবন খানি
হৃদয় নদীর বাঁকে।
এক নজর প্রিয়জনকে দেখার আশাতে
চোখের জ্বলে ভিজে বুক
সেই জ্বলেই মিশে যায় আশা
নিরব; জীবনের সুখ।
তবুও মন আশায় থাকে
আশায় বাধে যে বুক
খুঁজে সে পায়না কোথাও
সেই আশার আলোর মুখ।


ৰোঁবা কাঁন্না কেউ দেখেনা
মন একাকী কাঁদে হায় হায়!
সাগরের জ্বলের মতো হৃদয়ে
রাখসি ঢেঁউ বইয়ে যায়!
প্রিয়জনের স্মৃতি,,,,,
আর ভালবাসা আঁকড়ে পরে থাকি
এ যন্ত্রনা আর কেউ জানেনা
তারে ঘুম পারাইয়া রাখি।
বিবেকের দংশনে হৃদযন্ত্র
ক্ষত বিখ্যাত হয়!
দুঃখরা দল বেদে খুসিতে উৎসবে মেতে উঠে
এটাই জীবনের জয়।
কাঁটা ঘাঁয়ে লবন ছিটিয়ে
কেউবা শান্তি পায়
আজব দুনিয়ায় যুগে যুগে কত
হৃদয় ভাঙ্গিবে হায়!
পরিবার ছেড়ে এভাবেই কত ঈদ কেটে গেলো কর্মস্থলে
এযে কি বেদনা কেউ তা বোঝেনা
তবুও মন একাকীত্ব চিত্তে চলে।
মনে পরে মেহেদি হাতে আর
এলোমেলো
চুলে প্রিয়জনের খুশি ভরা সেই মুখ
মনের নদীতে পদ্মার তুফান উঠতো
আর আজ আশায় ভাসে বুক!
হৃদয়ের কাঁন্নাকে ঢেঁকে রাখি
সহকর্মীদের সামনে মুখের মলিন হাঁসি দিয়ে
কেউ কখনো বুজতেও পারে না
আছি কি যন্ত্রণা নিয়ে।


মন, ও মনরে, তোমার গাঙ্গে যে ঝর বইছে
বইছে উতাল পাতাল ঢেউ
বুকের নদীতে কুল থাকেনা
তা যে বুজতেও চায়না কেউ।
ভালবাসার মনুষ দুরে আছে
থাকনা সে ঐ দুরের-ই ঘরে
ভালবাসা আমি বিলাইয়া যাচ্ছি -যাবাে
দেশ জনতার তরে।
মন খারাপ হলেও ক্ষণিক পরেই
ভাল হয়ে যায়
প্রতি মুহূর্ত জ্বলি সুর্যের মতো
প্রতি মুহূর্ত চলি জনতার তরে
আমি যে পুলিশ!
আমি আর্মি, নেভি, এয়ারফোর্স
আমি আনসার, বিজিবি।
সর্বপরি আমি সৈনিক।


< কবিতাটি ইসলাম আকন্দ কে উৎসর্গ >।
বিঃ দ্রঃ- কবিতাটি ঈদে ছুটি না পাওয়া হাজারো সৈনিকের হৃদয়ের আকুতি নিয়ে লেখা।
স্থানঃ- কুড়িগ্রাম।
তারিখঃ- ২৬/০৫/২০২০ খ্রিঃ।