হৃদয় কেরে হৃদয় ভেঙ্গে  
হৃদয় করল পর,
মন নদী'টা শুকিয়ে যে তাই
হইল বালু চর।


সেই কারনে বাঁশি এখন
বাজে করুণ সুরে,
ভাটার আগুন জ্বলে বুকে
মনটা যায়রে পুড়ে।
কোন দিনও দেখতে আমায়
আসবে না সে ফিরে,
তবুও আশায় বসত করি
শুকনো নদীর তীরে।


জেনেশুনে অবুঝ মনটা
ভেবে যে নয় ছয়,
একটা নজর দেখতে চেয়ে
আকাশ পানে রয়।
আকাশ পানে চেয়ে যে মন
নানান কথা বলে,
তার পানেতে চোখ দুটো মোর
মোমের মতো গলে।


সপ্ন ছিল তাকে নিয়ে
সাগর দিব পারি,
সপ্ন মাঝেই ভাঙলো সপ্ন
প্রেমের গল্পে দাড়ি।
কাছে এসে ভালোবেসে ক্ষণিক
সময় দিয়েছে ঋণ,
ঋণের বোঝা মাথায় নিয়ে
যায় যে এখন দিন।