(১)
প্রেমের এমনি টান,
ভুলে যায় অস্তিত্ব ও মান,
বলি দেয় জাতির ভেদাভেদ,
ভুলে যায় বয়সের ব্যবধান।


              (২)
প্রেম স্বর্গীয়, প্রেম বিধাতার,
প্রেম এমন-ই  মায়ার,
মাতা,পিতা,স্বমী, সন্তান,
যেখানে সবাই মানে হার।


               (৩)
প্রেম দুজনের মনের মিল
দুটি হৃদয় স্বপ্ন ঝিলমিল,  
মানেনা বাঁধন পাহাড়-পর্বত
ছুটে চলে মাঠ নদী বিল।


                (৪)
প্রেম মানেনা আকাশ বাতাস
নেইকো তাতে মৃত্যুর হাতাস,
উড়ালপঙ্খীর পাখায় চড়ে
গড়ে তুলে প্রেমের আকাশ।


তারিখঃ- ২৭/০৯/২০১৯ খ্রিঃ।
স্থানঃ- রংপুর উত্তর মুন্সিপাড়া।