প্রিয় প্রেমিক ভালবাসা নিও
পর সমাচার এই,
আমি এখন অন্যের ঘরে
তোমার তো আর নেই।
এই কথাটা শুনে তুমি
হয়তো পাবে কষ্ট,
তবু আমি একটা কথা
জানাই সু- স্পষ্ট।
এই বিয়েতে মত টা আমার
মোটেই ছিল না,
তবু, তোমার সাথে ঘর বাঁধিতে
নিয়তি দিল না।
পিতা মাতার জেদের উপর
জীবন আমার ধ্বংস,
শ্বাশুর বাড়ী রাহু চান্ডাল
জানিনা এ কোন বংশ।
একটা কথা শুনে তুমি
হয়তো হবে খুশী,
শাশুড়ির হাতে প্রতি নিয়ত
খাচ্ছি লাথি ঘুসি।
কোনো সময় তারা আবার
আমায় রাখে বেঁধে,
শ্বাশুর বাড়ীর চাপে আমি
লিখছি কেঁদে কেঁদে।
গালিগালাজ -- লাথি ঘুসি
যায় কতো আর ভোগা,
সইতে যে পারছি না আর
হয়েছি আমি রোগা।
একবার তুমি যাওনা আমার
শ্বাশুর বাড়ী ঘুরে,
মুক্ত করে নিয়ে যাও আমায়
পাখির মত উড়ে।
চুপটি করে থেকো না তুমি
আর করোনা মান,
ইতি-- তোমার খেঁকশিয়ালি
তোমার জানের জান।
----------------
প্রিয় প্রেমিকা ভালবাসা জানাই
এবং জানাই প্রীতি,
আজও আমি যাইনি ভুলে
তোমার প্রেমের স্মৃতি।
সেদিন আমি বলেছিলাম
পালিয়ে করবো বিয়ে,
রাখোনি তুমি আমার কথা
গিয়েছিলে ব্যথা দিয়ে।
তোমায় আমি আনতে যাবো
কিসের মাসুল দিয়ে?
এ দিকে যে দুদিন আগে
করেছি আমি বিয়ে।
তোমার প্রয়োজন আমার বুকে
তবুও আমি ভাবি,
বুকখানা আর নেই যে খালি
কেমনে রাখি দাবি।
তার চেয়ে তুমি এখন আমার
একটা কথা রাখ,
শ্বাশুর-শাশুড়ি, স্বামীর কাছেই
দাসী হয়ে থাক।
কষ্টের মাঝে সুখটি খোজ
মুছে চোখের জল,
কোন একদিন পেতেও পারো
তোমার কষ্টের ফল।
চিঠির উত্তর পাঠিয়ে দিলাম
তোমার ঠিকানায়,
প্রিয়া তোমার জন্য আমার
অনেক কষ্ট, হায়!
তোমার কষ্টের কথা শুনে
শিশুর মতো কাঁদি,
ইতি- তোমার আগের প্রেমিক
বেয়াকুব আলী হাদী।


১৯/১২/২০১৮ খ্রিঃ।