আজো মনে পরে মোর
সেই ধর্ম পুকুরের কথা,
পার্বত্য জেলা খাগড়াছড়ি,মাইচছড়ির পার্শে
কালা পাহাড় যেথা।
পাঁচ কিলো মিটার পাহাড় বেয়ে বেয়ে
ক্ষনিক বিশ্রাম ক্ষনিক এগিয়ে,
পাহাড়ের চুড়ায় উঠে দেখা মিলে সেই-
ধর্মপুকুর; যেথা দেব দেবতার বিয়ে।
পাহাড় চুড়া আর এতো উচুতে পুকুর
কোথা থেকে এলো তার জল,
দেখিলে একবার মনেতে জাগিবে
নানানরকম প্রশ্নের ঢল।
দেব দেবতার মিলনকালে গর্জিল আকাশ;
কাঁপিলো ভুমি; পড়িলো সে জনের দৃষ্টি,
সেথা অশুদ্ধ ভুমি শুদ্ধ করিতে বিধাতা
ধর্মপুকুর কারেছেন সৃষ্টি।
আছে তার একটি ঢল
সেথা জল করে টলোমল,
গড়িয়ে পরে অবিরাম পাহাড় ঘেসে
সেতো ঝর্না বেসে পাহাড়ের তলদেশে।
১৯৯৮ সাল,বদলী সুত্রে গেলাম হেতা
মাইচছড়ি বাজার পুলিশ ক্যাম্প,
বাজারে সেথা পুরুষের চেয়ে অধিক
ক্রেতা বিক্রেতা পাহাড়ি নারীর জ্যাম।
উপজাতি নারীরাই সেখানে বাজার করে;
তাদের প্রথায় পুরুষেরা থাকে ঘরে,
রোজগার করে পুরুষদের খাওয়তে
নারীরা যায় সর্বদাই লড়ে।